হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্যসেবা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হকের সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং এনসিডিসি প্রোগ্রামের বাস্তবায়নে ও ডিজিএইচএস মহাখালী, ঢাকার পরিচালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিৎসক ও সেবিকাগণের উপস্থিতিতে প্যারাস্বাস্থ্য প্রফেশনাল রোড সেইফটি, প্রেবিনিয়ন, ব্রান, স্ন্যাকস অ্যান্ড অ্যানিম্যাল বাইট ও জরুরি চিকিৎসাসেবা প্রসেসিং পদ্ধতি বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হক সকল চিকিৎসক ও স্বাস্থ্য সেবিকাদের দিকনির্দেশনা দেন এবং দৃঢ়তার সাথে সেবা নিশ্চিতের পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফাতেমা হকসহ দায়িত্বশীলগণ।