হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মায়া হরিণ আটক করে বন কর্মকর্তার নিকট হস্তান্তর করছেন এলাকাবাসী।
রোববার (২৮ মে) সকালে রেমা কালেঙ্গা রেঞ্জের রশিদপুর বিট ফরেস্টার এ কে এম সাইফুল হক ও বন প্রহরী মাহবুবুর রহমানে কাছে মায়া হরিণটি হস্তান্তর করা হয়।
জানা যায়, উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের পারকুল গ্রামে রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে মায়া হরিণ বস্তিতে ঢুকে পড়ে। তখন এলাকাবাসী সেটিকে আটক করে তাৎক্ষণিক ফরেস্ট কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে রেমা কালেঙ্গা রেঞ্জের রশিদপুর বিট ফরেস্টার এ কে এম সাইফুল হক ও বন প্রহরী মাহবুবুর রহমান মায়া হরিণটির উদ্ধার করে চিকিৎসার জন্য ওয়াইড লাইফ রেসকিউ টিম এর রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদের নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন ৯নং রাণীগাও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, স্থানীয় ওয়ার্ড মেম্বার আলহাজ আইয়ুব আলী, পারকুল ভিসি, এফ কমিটির সভাপতি একলাছ মালদার, ফারুক মিয়া, আব্বাস মহালদার, সোহেল, রুবেলসহ স্থানীয়রা।