চুনারুঘাটে ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি ও বিনামূল্যে বীজ বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর এই কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার।

প্রসঙ্গত, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি ২০২২-২৩ মৌসুমে উপজেলা পরিষদ এর অর্থায়নে সরিষার আবাদ বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মাঝে ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্রপাতি ও বিনামূল্যে আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বিজ সহায়তা প্রদান পুনর্বাসন কর্মসূচির আওতায় বিতরণ শুরু হয়। এতে লাল শাক, পালং শাক, টমেটো, বেগুন ও লাউ জাতের বীজ উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় চৌদ্দশত পঞ্চাশজন কৃষক কৃষাণীদের মাঝে বীজ বিতরণ করা হয়।

প্রান্তিক পর্যায়ে কৃষক কৃষাণীদের স্বাবলম্বী ও উৎসাহিত করার লক্ষে সরকার সার্বিকভাবে এ সহযোগিতা করছে বলে জানান সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সজিব হোসেনসহ উপ সহকারী কর্মকর্তা ও দশটি ইউনিয়নের শতাধিক কৃষক কৃষাণী।