চুনারুঘাটে অজ্ঞান পার্টির ২ সদস্য ও মাদক ব্যবসায়ী আটক

হবিগঞ্জ জেলার চুনারুঘাটে অজ্ঞান পার্টির দুই সদস্য ও এক গাঁজা পাচারকারীকে সরঞ্জামাদিসহ আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) ভোর বেলায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নতুন ব্রিজসহ বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলো- বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়নের রফিক মিয়ার পুত্র অলি মিয়া (২৮) ও একই এলাকার আব্দুল হাইর পুত্র রিয়াজুল হক (৩১)। এছাড়া ভারতীয় ২৬ কেজি গাঁজা পাচারকালে আব্দুল গনির পুত্র ইসমাইল (২১)কে চুনারুঘাট পৌর শহরের ডাকবাংলো এলাকা থেকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক। তিনি জানান, অজ্ঞান পার্টির একটি চক্র চুনারুঘাটসহ জেলার বিভিন্ন এলাকার লোকদের সঙ্গে নিয়ে চেতনানাশক স্প্রে দিয়ে বিভিন্ন বাসাবাড়িতে চুরিসহ অপরাধ করে আসছিল। চক্রের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সঙ্গে অনেকেই সম্পৃক্ত। অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হবিগঞ্জ সদর ও বাহুবলে চুরির ঘটনায় তাদের অপরাধ স্বীকার করলেও চুনারুঘাটের চুরির ঘটনা কৌশলে এড়িয়ে যায়। তবে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে এবং এ চক্রের মূল হোতাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।