দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) ঊর্মি রায় বলেছেন, ‘চাকরীর পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হয়ে ঊঠতে হবে। এজন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষিত তরুণদের শুধু দেশে নয় বিশ্বব্যাপী ব্যাপক চাহিদা রয়েছে।’
তিনি বলেন, ‘ব্র্যাকের উদ্যোক্তা সৃষ্টির উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। ব্র্যাকের এই উদ্যোগের ফলে তরুণ-তরুণীরা সাবলম্বী হয়ে তাদের পরিবারের হাল ধরার পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।’
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সভাকক্ষে ব্র্যাকের উদ্যোগে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ ইন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্প’র অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্র্যাকের সিলেট জেলা সমন্বয়ক অনিক মাহমুদ অপুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল মুন্তাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম।
সভায় আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ ইন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পটি প্রজেক্টর স্কিনের মাধ্যমে উপস্থাপন করেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মো।। গোলাম রসুল শিমুল।
অবহিতকরণ সভায় ব্র্যাকের এ্যসোসিয়েট অফিসার মো. তোফায়েল আহমেদ, প্রোগ্রাম অর্গানাইজার মিস আছিয়া খাতুন ছাড়াও প্রকল্পের অংশিজনবৃন্দ উপস্থিত ছিলেন।