সিলেট পর্বের প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে শেষ কয়েক ওভারে হেরেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টানা ম্যাচ হারে অবশ্য আত্মবিশ্বাসে চিড় ধরেনি চট্টগ্রামের দলটির। দ্বিতীয় ম্যাচে নেমে বেশ ভালোই ব্যাটিং করেছে শুভাগত হোমের দল। প্রথম ইনিংস শেষে সিলেটকে ১৭৫ রানের লক্ষ্য দিয়েছে দলটি।
সেই বড় লক্ষ্যে দারুণ শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান। এর মধ্যে নাজমুল হোসেন শান্ত একাই করেছেন ৪২ রান। তার সঙ্গে ব্যাট করছেন তৌহিদ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (২৮ জানুয়ারি) টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। তবে প্রথম বলেই ধাক্কা খায় শুভাগতর দল। রানের খাতা খোলার আগেই উসমান খানকে ফেরান মাশরাফি বিন মর্তুজা। তবে দ্বিতীয় উইকেটে চাপ সামলে বেশ বড়সড় জুটি গড়েন মেহেদী মারুফ ও আফিফ হোসেন।
৮৮ রানের জুটি ভাঙে মোহাম্মদ আমিরের বলে আফিফ এলবিডব্লিউ হলে। ৪০ বলে ৫২ রানের ইনিংস খেলে মারুফ ফেরেন ইমাদ ওয়াসিমের বলে। এরপর দ্রুত কিছু উইকেট হারায় চট্টগ্রাম। শেষদিকে হাল ধরেন অধিনায়ক শুভাগত। ২৯ বলে তার ৫৪ রানের ইনিংসে ১৭৪ রানের পুঁজি পেয়ে যায় চট্টগ্রাম।