দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে দিরাইয়ে ফ্রি চক্ষু শিবির কার্যক্রম উপলক্ষে প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, সহ সভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, সদস্য একে কুদরত পাশা, ইমরান হোসাইন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, দপ্তর সম্পাদক রুম্মান আহমদ, মোস্তাহার মিয়া মোস্তাক, জীবন সুত্রধর, আক্তার সদিক, উবাইদুল হক।
সুচনা বক্তব্যে এসোসিয়েশনের সমন্বয়কারী শাহজাহান সিরাজ জানান, আগামী ১লা অক্টোবর দিরাই উপজেলার শ্যামারচর বাজারে এবং ২রা অক্টোবর শাল্লা উপজেলা সদরে দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্রী চক্ষু শিবির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দুই দিনের এ আয়োজনে ৩ থেকে ৪ হাজার হতদরিদ্র চক্ষু রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এর মধ্য থেকে যাদের চোখে অপারেশন লাগবে তাদের সবাইকে এসোসিয়েশনের অর্থায়নে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করা হবে।
সংগঠনটির কার্যক্রমে গণমাধ্যম নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমরা সবাই সহযোগিতা করলে সংগঠনটি এরকম সেবা কার্যক্রম অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ।