বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সিলেটের বিভিন্ন এলাকা। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন রয়েছে বলে জানা গেছে।
এতে চরম বিপাকে পড়েছেন মানুষজন। বিশেষ করে বিদ্যুৎ না থাকায় মুঠোফোনে নেটওয়ার্ক বিড়ম্বনায় পড়েছেন বিভিন্ন এলাকার মানুষ।
বিদ্যুৎ বিভাগ বলছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিভিন্ন স্থানে বিদ্যুতের তারে গাছপালা পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।
পল্লীবিদ্যুৎ ও পিডিবি সূত্র জানিয়েছে, সোমবার দিনভর সিলেটে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি ধরণের বৃষ্টিপাত হয়। সন্ধ্যা থেকে শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত। এতে ক্ষয়ক্ষতি ঠেকাতে বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। তাছাড়া ঝড়-তুফানে গাছপালা ভেঙে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে পানির সংকট দেখা দেয়। এতে চরম দুর্ভোগে পড়েন মানুষজন। অবশ্য মঙ্গলবার দুপুরের দিকে নগরীর সবকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। তবে বিভিন্ন উপজেলা বিদ্যুৎবিহীন ছিল।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, ঘূর্ণিঝড়ের কারণে কিছু জায়াগায় গাছ পড়ে বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কিছু লাইনে ত্রুটি দেখা দিয়েছে। যার কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ছিল না।
তিনি বলেন, আমাদের টিম কাজ করছে। আশা করা যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।