গোলাপগঞ্জে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের চন্দরপুর বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃরা হলেন- উপজেলার কালিডহর গ্রামের মৃত মোফাচ্ছিল আলীর ছেলে আব্দুল গফুর (৬০), বনগ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে বাবুল হোসেন মীরন (৪৮), খাগাইল পশ্চিমপাড়া গ্রামের পাখি মিয়ার ছেলে মো. আব্দুল আহাদ (২৫), বনগ্রামের মৃত ছাতক্বিন আলীর ছেলে মো. জয়নাল উদ্দিন (৫২), বানিগাজী গ্রামের মৃত ইশাদ আলীর ছেলে মো. রহিম উদ্দিন (৫২), বনগ্রামের মৃত হারিছ আলীর ছেলে মো. ইরমান আলী (৫০), কালিজুরি গ্রামের মৃত মনোহর আলীর ছেলে মো. আনোয়ার হোসেন (৫০) ও চন্দরপুর গ্রামের মৃত সমজিদ আলীর ছেলে মো. নাছির উদ্দিন (৫০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. মোফাখখারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। পরে এসআই মোফাখখারুল ইসলাম বাদি হয়ে আসামিদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং- ৫, তাং- ৭/৬/২০২২ইং) দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন- আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।