গোলাপগঞ্জে হত্যার ৩৩ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে দীর্ঘ ৩৩ বছর পলাতক থাকার পর বোনের শিরনিতে এসে ধরা খেল হত্যার মামলার আসামি মাসুক মিয়া (৫৬)।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত আড়াইটার দিকে লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি লক্ষণাবন্দ ইউনিয়নের করগাঁও এলাকার চরন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯০ সালে দীর্ঘ ৩৩ বছর পূর্বে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বাজারে যাওয়ার পথে একই গ্রামের আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করে মাসুক মিয়া। তখন তার বয়স ছিল মাত্র ১৬ বছর। হত্যার পর সে প্রথমে চট্টগ্রামে চলে যায়। সেখানে ৫/৬ মাস থাকার পর সে ভারতে তার চাচা আরজদ আলীর কাছে চলে যায়। আরজদ আলী পাকিস্তান পিরিয়ড থেকেই ভারতে বসবাস করে আসছেন। ভারতে সে ৬/৭ বছর তার চাচার কাছে ছিল। ভারতে থাকা অবস্থায় সে ছদ্মবেশে কয়েকবার দেশে এসে ২/১ মাস থেকে আবার চলে যেত। ভারতে ৬/৭ বছর থাকার পর সে সৌদি আরব চলে যায়। এরপর আবারও ভারতে আসে। ভারত থেকে গত ১০/১৫ দিন আগে বোনের মৃত্যুর শিরনীতে সে দেশে আসে।

আরও পড়ুন : চোরাই গরু বিক্রি করতে গিয়ে ছাত্রলীগের সহসভাপতিসহ আটক ৩

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামি মাসুক মিয়াকে গ্রেপ্তার করে।

আসামির বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা নং- ০৮ (০৪) ৯০, জি.আর মামলা নং- ৩৯/৯০, দায়রা নং ২৯/৯১।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।