গোলাপগঞ্জে লুট হওয়া মালামালসহ ৬ ডাকাত গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যসহ লুট হওয়া মালামাল উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি রফিকুল ইসলাম বলেন- গত মাসের ১৬ অক্টোবর দিবাগত রাত ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা মুখে কাপড় বেঁধে ও মহিলাদের মেক্সি পড়ে মুজিবুর রহমান দুলালের বাড়িতে হানা দেয়। এসময় পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিস পত্র লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

এঘটনায় মুজিবুর রহমান দুলাল বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ১২, তাং :১৯/১০/২০২৩ই) দায়ের করেন।

এদিকে ঘটনার পর থেকে নড়েচড়ে বসে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল বুধবার (২৯ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা সুমন চন্দ্র সরকার বিকেল থেকে ভোর পর্যন্ত সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সিলেটের নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃতরা হলো- জকিগঞ্জ উপজেলার নিদনপুর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে সালেদ আহমদ ওরফে সুলতান ওরফে খালেদ (৩৭), কোতয়ালী থানার মীরপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে আপ্তাব উদ্দিন ওরফে আফতাব (৩৫), বিয়ানীবাজার উপজেলার কাঁচাটুল গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে কামরুল হোসেন (৩৮), মোগলাবাজার থানার আসামপুর গ্রামের বারিন্দ্র মালাকার (৪৬), সুনামগঞ্জ জেলার ছাতক থানার ওয়ারিছ আলীর ছেলে শিবলু মিয়া (৩৫), গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল মিশ্রপাড়া গ্রামের মৃত আতলিব আলীর ছেলে আলম আহমদ (৩৮)।

এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ি, লুট হওয়া ২টি স্বর্ণের আংটি, ১টি স্বর্ণের লকেট সহ চেইন, নগদ ৩২ হাজার ৫০০ টাকা, ২ জোড়া গোল্ডপ্লেটেড চুড়ি, ৩টি গোল্ডপ্লেটেড নেকলেস, ৩টি গোল্ডপ্লেটেড টিকলি, ৩ জোড়া কানের দোল, ১টি নাকের নোলক, ১টি TOSHIBA ল্যাপটপ, ১টি এন্ড্রোয়েড মোবাইল ফোন, ১টি রুপার চেইন, ২টি রুপার নুপুর, ২টি রুপার আংটি, ১টি রূপার ব্রাসলেট উদ্ধার করা হয়।