বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাহের চৌধুরী শামীম সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের সমালোচনা করে বলেন, এই কমিউনিষ্ট ১৫ বছর থেকে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার শাসন করছে। এই ১৫ বছরে তার দায়িত্বকালীন সময়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে দৃশ্যমান কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড উনি করে নাই।
তিনি বলেন, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিএনপির শাসনামলে গোলাপগঞ্জের গ্যাস প্ল্যান্ট হয়েছে, শেওলা ব্রিজ হয়েছে, কুড়া নদীর ব্রিজ হয়েছে, চন্দরপুরের ব্রিজ হয়েছে, বড়লেখার ব্রিজ হয়েছে। বিয়ানীবাজারের গ্যাস ফিল্ড হয়েছে। এটা দৃশ্যমান উন্নয়ন। দৃশ্যমান উন্নয়ন হলে এলাকার মানুষের কর্মসংস্থান হয়।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী বাজারে সৌদি আরবের জেদ্দা মহানগর শাখা যুবদলের সহসভাপতি, সাবেক ছাত্রদল নেতা ও চৌঘরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নোমান উদ্দিনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আলোচনা সভায় সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবিদুর রহমানের সভাপতিত্বে ও সিলেট ল’ কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডা.আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপি সাবেক আহ্বায়ক হাসান ইমাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল আহমদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ চৌধুরী সুমন, যুগ্ম আহবায়ক শিপু, সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাহাব উদ্দিন সওয়াব, জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকল, যুগ্ম সম্পাদক ছাবু মিয়া, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন ছয়ফুল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জুবেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলী আহমদ।
আবুল কাহের শামীম আরও বলেন, এই শেখ হাসিনা অবৈধ সরকারের বিরুদ্ধে আপনারা লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র দুই-চারটি দলের দ্বারা সম্ভব নয়। ১৯৭১ সালে যে ভাবে মুক্তিযুদ্ধে মানুষ ঝাপিয়ে পড়েছিল, দেশকে স্বাধীন করেছিল, ঠিক একইভাবে মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতান্ত্রিক অধিকার, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করা, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আবারও সকলে যার যা কিছু আছে তা নিয়ে এই অক্টোবর মাসে আবারও রাজপথে নামতে হবে।
তিনি বলেন- ঢাকা থেকে নির্দেশনা আসবে ইনশাআল্লাহ সকলে ঝাপিয়ে পড়বেন। আমরা নির্বাচন চাই। নির্বাচন করতে হবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে। মাঠে খেলার যাতে সকলে সুযোগ পায়। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই।
এছাড়াও আলোচনায় সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।