তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইনের বিতর্কিত ৫৭ ধারায় দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট।
বুধবার (১৩ নভেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মামলার অপর আসামি চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
২০১৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং তার পিতা শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে চট্টগ্রাম (দক্ষিণ) আওয়ামী লীগের নেতা আব্দুল কাদের সুজন এ মামলাটি দায়ের করেছিলেন।
আবেদনকারীর আইনজীবী চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী দ্য ডেইলি স্টারকে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগে এ মামলা করা হয়েছিল। তাই মহামান্য হাইকোর্ট এ মামলাটি বাতিল করে দিয়েছেন। এসময় মামলায় উল্লেখিত অপরাধের সঙ্গে আসামিদের কোনো সম্পৃক্ততা ছিল না বলেও জানান তিনি।
এর আগে, গেল ৩০ ও ৩১ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে ১২টি মামলা বাতিল করে হাইকোর্ট।