খাগড়াছড়ির পর রাঙ্গামাটিতে সংঘর্ষ, পৌর এলাকায় ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ির পর এবার পাশের জেলা রাঙ্গামাটিতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে শহরের বনরূপা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় হামলার প্রতিবাদে এদিন শহরের জিমনেসিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ি বিক্ষোভ করেন। বিক্ষোভ শেষে মিছিল নিয়ে যাওয়ার সময় বনরূপা এলাকায় স্থানীয় বাঙালিরা তাদের বাধা দেন। এরপরই ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এই ঘটনা পর থেকে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ রয়েছে শহরের বেশিরভাগ দোকানপাট।

সংঘর্ষের পরে শহরের পাহাড়িদের ঘনবসতিপূর্ণ এলাকা কালিন্দপুর, বিজন সরণি, দেওয়ানপাড়া, ত্রিদ্বীপ নগর এলাকায় অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে।