ক্রীড়া সাংবাদিক মামুন খানের সাথে বিএসপিএ’র মতবিনিময়

বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) সিলেট শাখার সাবেক সাধারণ সম্পাদক, ফ্রান্স প্রবাসী ক্রীড়া সাংবাদিক মামুন খানের সাথে রোববার বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিএসপিএ সিলেট শাখার আয়োজনে জেলা ক্রীড়া ভবনে এ মতবিনিময়ে সিলেটে কর্মরত সাংবাদিক, ক্রীড়া সংগঠকসহ বিশিষ্টজনেরা অংশ নেন।

বিএসপিএ সিলেটের সভাপতি মান্না চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ সভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির, সিনিয়র সাংবাদিক নেহার রঞ্জন পুরকায়স্থ, সিলেট আম্পায়ার এসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফ হোসেন আরমান।

কোষাধ্যক্ষ ওলিউর রহমানের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিএসপিএ সিলেটের সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান।

সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন, বিএসপিএ সিলেটে সহ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ হাসান মোহাম্মদ শামীম ও রফিকুল ইসলাম কামাল, নির্বাহী সদস্য মিজানুর রহমান, এসএফ ইংলিশ একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক ফখরুল খান, বিএসপিএ সদস্য মোহাম্মদ আফজাল, পুলিশ কর্মকর্তা মো: ফিরোজ প্রমুখ।

সিলেটের ক্রীড়া সাংবাদিকতার মাঠে মামুন খানের স্বমহিমায় পদার্পণের কথা তুলে ধরে মতবিনিময় সভায় আলোচকরা বলেন, একজন সাংবাদিকের সবচেয়ে বড় গুণ হলো বিনয় ও সত্যনিষ্ট লেখনী। এই দুটি গুণের সমন্বয়ের একজন সাংবাদিক হলেন মামুন খান। জীবিকার তাগিদে তিনি প্রবাসে স্থায়ী হলেও সিলেটের ক্রীড়াঙ্গন ও ক্রীড়া সাংবাদিকতা তাকে মিস করবে আজীবন।