দেশে প্রথমবারের মতো ক্রিকেট, অ্যাথলেটিকস ও সাঁতারে স্নাতক ডিগ্রি চালু করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
মঙ্গলবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিকেএসপির মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আনোয়ার সাদাত আবু মো. ফুয়াদ।
জানা গেছে, প্রথমবারের মতো চালু হতে যাওয়া চার বছর মেয়াদী এই স্নাতক কোর্স ‘ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ’ বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আর এই বিভাগের অধীনে ক্রিকেট, অ্যাথলেটিকস ও সাঁতারের ওপরে স্নাতক পড়ার সুযোগ পাওয়া যাবে। এই ডিগ্রি স্নাতক (সম্মান) বলে বিবেচিত হবে।
এ দিকে বিভাগ চালুর পরে ইতোমধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ভর্তিচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি (উচ্চ মাধ্যমিক) ও এসএসসি (মাধ্যমিক) পরীক্ষায় পৃথকভাবে নূন্যতম জিপিএ-৩ পেতে হবে। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সবমিলিয়ে জিপিএ-৬.৫ হতে হবে।
অন্য দিকে আবেদনকারী শিক্ষার্থীকে যেকোনো খেলায় জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে। এমন উদ্যোগে দেশের ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করেন ক্রীড়া বিশেষজ্ঞরা।
সিলেট ভয়েস/এএইচএম