সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের মুছারগাঁও এলাকার মৃত ফারুক আহমদের ছেলে ক্যান্সার আক্রান্ত ফাহাদ আহমদ ফাহিমের (২৬) পাশে দাঁড়িয়েছেন সিসিকের কাউন্সিলররা।
বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টায় নগর ভবনে কাউন্সিলরদের কক্ষে ক্যান্সার আক্রান্ত ফাহাদ আহমদ ফাহিমের চিকিৎসার জন্য তার আত্মীয়ের হাতে ৫০ হাজার টাকা তুলে দেন কাউন্সিলররা।
এ সময় কাউন্সিলররা বলেন, ক্যান্সার আক্রান্ত ফাহাদ আহমদ ফাহিমকে বাঁচাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আমরা সবাই যদি তার পাশে দাঁড়াই, তাহলে ফাহাদ আবারও সুস্থ হয়ে অন্যান্য শিশুদের মতো বেঁচে থাকতে পারবে।
ফাহাদকে আর্থিক অনুদান প্রদান করেছেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ তৌফিক বক্স লিপন, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিকুল হাদী, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল আমিন বাকের, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ, ২২, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রেবেকা আক্তার লাকি এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাসুদা সুলতানা সাকি।
এ সময় অসুস্থ ফাহাদের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, রুমান আহমদ, খালেদ আহমদ, জাহেদ আহমদ, আজাদ আহমদ, রাহি প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ফাহাদ আহমদ ফাহিম ভারতের সিএমএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা বলেছেন, তাকে বাঁচাতে হলে চিকিৎসা বাবদ ১০ লক্ষ টাকার প্রয়োজন। অসহায় পরিবারের পক্ষে এত টাকা জোগান দেওয়া সম্ভব না হওয়ায় তাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। ফাহাদকে কেউ সহযোগিতা করতে চাইলে ০১৩০৫-৮১৬৫৪৯ এই নম্বরে বিকাশ করতে পারবেন।