কোম্পানীগঞ্জে ৬১ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মরহুম ফারুক আহমদ (চেয়ারম্যান) স্মৃতি পরিষদের ২১তম বৃত্তি পরীক্ষা পরবর্তী মেধাবী ৬১ শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভোলাগঞ্জ গ্রামে মরহুম ফারুক আহমদ (চেয়ারম্যান) এর নিজ বাড়িতে ফারুক আহমদ স্মৃতি পরিষদের সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে এবং পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের ও ফারুক আহমদ স্মৃতি পরিষদের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুর রহমান জসিমের যৌথ পরিচালনায় বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের ১১ নম্বর ওয়ার্ডের সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সম্পাদক আফতাব আলী কালা মিয়া।

কোম্পানীগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৩৯ জন ও মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ২২ জনসহ মোট ৬১ জন শিক্ষার্থীকে ট্যালেন্ট ও সাধারণ দুই ক্যাটাগরিতে ফারুক আহমদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে বৃত্তির নগদ অর্থ ও সনদ বিতরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া, নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালিক, ভাটরাই উচ্চবিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম ঠান্ডা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক অকিল চন্দ্র বিশ্বাস, কোম্পানীগঞ্জস্থ সিলেট সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হেসেন, উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, সাংবাদিক আবিদুর রহমান, টুকেরবাজার স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক লিয়াকত আলী, খায়েরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহরিয়ার আল আজাদ, কোম্পানীগঞ্জ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মিজান, ইয়াকুবিয়া কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হারাধন সরকার, মরহুম ফারুক আহমদের জামাতা অবসরপ্রাপ্ত ব্যাংকার সৈয়দ ফয়জুর রহমান, ভোলাগঞ্জের বিশিষ্ট মুরব্বি আবুল বাশার, নয়াগাঙ্গেরপাড়ের বিশিষ্ট মুরব্বি নুরুল আমিন, ফারুক আহমদ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, সদস্য সচিব সুজাত হোসেন, সদস্য কামরান হোসেন, আনোয়ার পারভেজ, সাংবাদিক আব্দুল জলিল, আকবর রেদুওয়ান মনা, কবির আহমদ, ফারুক আহমদ স্মৃতি পরিষদের সদস্য আলী ইমরান মনি, মাহফুজুর রহমান ও ফেরদৌস হোসেন ফাহাদ।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মরহুম ফারুক আহমদ চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।