কোম্পানীগঞ্জে সড়কে ঝরল মা-ছেলের প্রাণ, বাবা হাসপাতালে

ঘাতক ট্রাক

সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথর ঘুরে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) বিকেল ৪টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের সালুটিকর এলাকার খাগাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-নরসিংদী জেলার সদর থানার কামারগাঁও গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী স্মৃতি আক্তার (২৫) ও তার ছেলে আব্দুল্লাহ (৭)। এ ঘটনায় দেলোয়ার হোসেনও গুরুতর আহত হয়েছেন। তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার সকালে সিলেট নগরী থেকে সাদাপাথর বেড়াতে গিয়েছিলেন তারা।
এছাড়াও দুর্ঘটনায় অটোরিকশাচালকও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, বিকেল ৪টার দিকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এছাড়াও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।