কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে যুবক হাজতে

নতুন নির্মিত সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক বুধবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে মহাসড়কের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন লাগিয়েছেন সিলেটের সড়ক ও জনপথ অধিদপ্তর। এসব ব্যানার ও ফেস্টুনের কয়েকটি থেকে রাতের আঁধারে দুর্বৃত্তরা মহাসড়কের লাছুখাল নামক স্থানের দুটি সেতুতে থাকা সেই ফেস্টুনগুলো থেকে প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলেছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছেঁড়া আইনত দণ্ডনীয় অপরাধ।

এ ঘটনায় বুধবার সন্ধ্যায় উপজেলার টুকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে আল আমিন (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সে উপজেলার শিলেরভাঙ্গা গ্রামের প্রবাসী আরজু মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, সিলেট সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আলীর অভিযোগের প্রেক্ষিতে আসামীকে গ্রেপ্তার করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুনের থেকে রাতের আঁধারে দুর্বৃত্তরা ছিঁড়ে ফেলায় এ নিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে সমালোচনা। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলছেন এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি চরম অবমাননার শামিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আল আমিন বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগে কোম্পানীগঞ্জ থানা একটি মামলা রেকর্ড করা হয়েছে (মামলা নং ১১)। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, ‘এ ব্যাপারে খবর পেয়ে সওজকে পত্র দিয়ে জানিয়েছি। থানায় মামলা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। এ ঘটনায় থানা পুলিশ একজনকে আটক করেছে বলে খবর পেয়েছি।’