সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের সাদা পাথর চুরির সময় পাথর ভর্তি একটি বারকী নৌকা সহ একজনকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করা হয়েছে।
আসামীরা হলেন, উপজেলার শিমুলতলা নোয়াগাওঁ গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র মোক্তার হোসেন (৩০), শওকত আলীর পুত্র সায়েদ মিয়া (৪০), মিতাই রহমানের পুত্র সাজিদুর রহমান (৩০), হরমজ আলীর পুত্র সুফিয়ান (৩০)।
শনিবার (২ জুলাই) দিবাগত রাত ১টায় কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর পশ্চিম পাড়ে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে থেকে চুরি করে বিক্রয় জন্য মজুদ করার গোপন সংবাদ পেয়ে উপজেলার শিমুলতলা নোয়াগাওঁ গ্রামের আব্দুল্লাহ মিয়ার পুত্র মোক্তার হোসেনকে বারকী নৌকায় ২৫ ঘনফুট পাথর সহ গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ভোলাগঞ্জ সাদা পাথর সীমান্তবর্তী হওয়ায় বিজিবির সহযোগিতা ছাড়া পাথর চুরি করা কোন ভাবেই সম্ভব না এবং রাতের বেলা পুলিশের একটি টীম টহলে থাকে। পুলিশের টীমকে ম্যানেজ করে না সাদা পাথর চুরি করা অসম্ভব। উপজেলার সচেতন মহলের দাবী বিজিবি ও পুলিশ কর্মকর্তারা যদি সঠিক ভাবে দায়িত্ব পালন করে তাহলে সাদা পাথর চুরি বন্ধ হয়ে যাবে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর চুরি বন্ধ করতে প্রতিদিন রাতে ও দিনে পুলিশের একটি টীম কাজ করে। তারপরও পাথর চোর চক্রের সদস্য চুরি করে পাথর নিতে চেষ্টা করে। শনিবার অভিযান চালিয়ে ২৫ ঘনফুট পাথর ও একটি বারকী নৌকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাথর চুরি বন্ধ রাখতে আমরা অভিযান অব্যাহত রাখা হয়েছে।