কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নারী কিশোরী এবং ট্রান্সজেন্ডারদের সুরক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যের চাহিদা পূরণ করা, নারীদের স্বাস্থ্য সচেতনতা সহ আয়মূলক প্রশিক্ষণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে কনসার্ন উইমেন্স ফর ফ্যামিলী ডেভেলপমেন্ট এর সহযোগিতায় সোমবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া’র সভাপতিত্বে ও বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম, পূর্ব ইসলামপুর পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর আহমদ, তেলিখাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিহাব উদ্দিন, ইউপি সদস্য রহমত আলী, কবির আহমদ, আব্দুস শহিদ, মো. ইসলাম উদ্দিন, ছবুতারা বেগম, আফিয়া বেগম ও রকিনা বেগম, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, আজাদ মিয়া, ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের স্টাফ মো. ফজলু রহমান, চাষী রশিদ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারীদের যৌন প্রজনন ও স্বাস্থ্য বিষয়ে জেনে স্বাস্থ্য সচেতন হতে হবে। নারীদের স্বাবলম্বি ও সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি উন্নত বাংলাদেশ গড়তে পুরুষ ও নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা ঈকোয়্যালিটি সোসাইটির কার্যক্রমের মত অন্যান্য এনজিও সংস্থা ও সামাজিক সংগঠনগুলোকে নারীদের জীবন মান উন্নয়নে কাজ করার আহ্বান জানান।