সিলেটের কোম্পানীগঞ্জে মধ্যরাতে পাথর তুলতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজের ২৪ ঘন্টা পরও সন্ধান মিলেনি জুবেল আহমদের। মঙ্গলবার (২৮ মে) রাত ১০টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক চেষ্টা করেও তার সন্ধান পাননি। বুধবার (২৯ মে) সকালে ফের উদ্ধার অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এর আগে সোমবার (২৭ মে) রাত ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের ধলাই নদীতে পাথর তুলতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ হন জুবেল আহমদ (২০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের পুত্র।
জানা গেছে, সোমবার রাত ১২টার দিকে ধলাই নদীতে পাথর তুলতে গিয়ে প্রবল ঢেউয়ের কারণে পাথর বোঝাই নৌকাটি ডুবে যায়। এসময় জুবেলের সহযোগীরা তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতে জুবেল আহমদ তলিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে সহযোগীরা তার সন্ধান পায়নি।
পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁর সন্ধান মিলেনি।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে যুবক নিখোঁজের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালায়। কী কারণে মধ্যরাতে জুবেল নদীতে গিয়েছিল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নিখোঁজ যুবককে উদ্ধারে অভিযান চালায়। মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত অনেক খুঁজাখুঁজি করে সন্ধান মিলেনি। বুধবার সকালে আবার ডুবুরিরা উদ্ধারের কাজ শুরু করবে।
তিনি আরও জানান এই ঘটনার পর ধলাই নদী এলাকায় অভিযান চালিয়ে কিছু পাথর জব্দ করা হয়েছে। পাথর চুরির ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে।