সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বাংলাদেশ জনতা ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ৫ টন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জনতা ব্যাংকের মহা ব্যবস্থাপক মো. আব্দুল ওয়াদুদ।
মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১২টায় উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের শিমুলতলা আশ্রয় প্রকল্প ও লম্বাকান্দি গ্রামের বন্যাদুর্গত মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন জনতা ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক মো. আসাদুল্লাহ ও আহমদ চৌধুরী।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মনির আহমেদ, প্রিন্সিপাল অফিসার সত্যচয়ন দাস, কোম্পানীগঞ্জ শাখার ম্যানেজার সন্দীপন পাল, কোম্পানীগঞ্জের ইসলামপুর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, কোম্পানীগঞ্জ শাখা কর্মকর্তা জিয়াউর রহমান, মোহাম্মদ আলী রাসেল প্রমুখ।