সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শীতমৌসুমে চুরি-ডাকাতি আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় চুরি-ডাকাতি রোধে বিট পুলিশিং সভা করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোম্পানীগঞ্জ টুকেরবাজার পাঠাগারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও টুকেরবাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং, কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কোম্পানীগঞ্জ জোনের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম, সাবেক ইউপি সদস্য খোর্শেদ আলম, টুকেরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মদন মিয়া, রফিকুল ইসলাম, কোম্পানীগঞ্জ ট্রাক-পিকআপ ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কবির হোসেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, দপ্তর সম্পাদক কবির আহমদ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ বলেন, সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সবধরণের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিট পুলিশিং কার্যক্রম। বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।
তিনি অপরাধমূলক যে কোন কার্যক্রমের সংবাদ পেলে থানা পুলিশকে অবগত করার আহ্বান জানিয়ে সবার তথ্য গোপন রেখে অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ কাজ করবে বলে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, ইদানীং কোম্পানীগঞ্জে আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি ও ডাকাতির ঘটনা। প্রতিনিয়ত চুরি হচ্ছে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। এমনকি বিদ্যুতের ট্রান্সফর্মারও চুরি থেকে বাদ যাচ্ছে না। এছাড়াও রয়েছে সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে অবৈধভাবে ট্রাক, সিএনজি ও টমটমের পার্কিং। এ সকল অপরাধ দমনকল্পে জনসচেতনতা বাড়ানোর জন্য ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন বিট পুলিশ এ আয়োজন করে।
সভার শুরুতেই ভুক্তভোগীদের বিভিন্ন সমস্যার কথা শুনে সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ও কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী। এসব সমস্যার কথা নোট করে নিয়ে সমস্যাগুলো সমাধান করার আশ্বাস করেন তারা।