কেমুসাসের১২০৩তম সাহিত্য আসর অনুষ্ঠিত

সিলেটের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২০৩ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে পঠিত লেখা নিয়ে আলোচনাকালে আলোচকগণ বলেন, সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। কবি-সাহিত্যিকগণ লেখালিখির মাধ্যমে সমাজে আলো ছড়ান। প্রত্যেক লেখকের লেখাই তার নিজস্ব আলোয় আলোকিত।

গতকাল (২২আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসরকক্ষে সাহিত্য সংসদেও কার্যকরী পরিষদ সদস্য ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আসওে আলোচনায় অংশ নেন কেমুসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল,বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মো. আমিনুল ইসলাম, ভ্রমণ কাহিনি লেখক মোয়াজ আফসার ও প্রকৌশলী কবি সম্রাট তারেক।

ছড়াকার নাঈমুল ইসলাম গুলজারের সঞ্চালনায় আসওে লেখা পাঠে অংশ নেনও উপস্থিত ছিলেন সিরাজুল হক,আমেনা শহীদ চৌধুরী মান্না, তাসলিমা খানম বীথি, কবির আশরাফ, সোলেমান রাসেল, আহমদ জুয়েল, সুফি আকবর, জাকওয়ান সালেহ, সৈয়দ আমীর হোসাইন, আতাউর রহমান বঙ্গী, আব্দুস সামাদ, এনামুল হক, এমদাদুল হক, দুর্জয় বিশ্বাস, জেসির আরাফাত, জুনাঈদ আহমদ, হাবিবুর রহমান, মাহফুজ আহমদ,জুবের আহমদ সার্জন, পারভেজ হুসেন তালুকদার, আব্দুল আজাদ চৌধুরী প্রমুখ। আসরে গান পরিবেশন করেন নূর মোহাম্মদ চৌধুরী,ওমর ফারুক,কুবাদ বখত চৌধুরী রুবেল,ফরিদ আহমদ,মো. ঊাহা উদ্দীন বাহার,সাজিদুরর হমান ও আহমেদ কায়েস।
আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আসাদ চৌধুরী। অনুষ্ঠানের শেষে ১২০২তম আসরের শ্রেষ্ঠ লেখক নাঈমুল ইসলাম গুলজারের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।