কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেল বিপন্ন লজ্জাবতী বানর

মৌলভীবাজার শহরতলীর ধরকাপন এলাকা থেকে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

শনিবার (৩০ জুলাই) বিকাল ৪ টায় স্থানীয় জসিম মিয়ার বাড়ি থেকে বানরটি উদ্ধার করেন বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

এর আগে শুক্রবার রাতে ধরকাপন এলাকার জসিম মিয়া শহর থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় দেখেন একটি কুকুর লজ্জাবতী বানরটিকে আক্রমন করেছে। তিনি বানরটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে নিয়ে আসেন। পরে আজ শনিবার জসিম মিয়া বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে খবর দিলে ফাউন্ডেশনের পরিচালক তার বাড়ি থেকে লজ্জাবতী বানরকে উদ্ধার করে নিয়ে আসেন।

স্বপন দেব সজল জানান, ‘ধরকাপন এলাকার জসিম মিয়া মুঠো ফোনে বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানরের কথা জানালে এটিকে উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করি। স্বপন দেব আরও জানান এখন ফলের মৌসুমে শেষ তাই খাবারের সন্ধানে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে, বানরটি সম্ভবত বর্ষিজোড়া ইকো পার্ক থেকে চলে আসে, বছরের এই দুই-তিন মাসে অনেক বন্যপ্রাণী হত্যা ও আটক করা হয়, আমরা খবর পেলে উদ্ধার করে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করি।’

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকার নয়টি ভাগের মধ্যে লজ্জাবতী বানরকে ‘বিপন্ন’ প্রাণী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বাংলাদেশে এরা মূলত চট্টগ্রাম ও সিলেট বিভাগের চিরসবুজ বনের বাসিন্দা।