কারাগার থেকে মুক্তি পেলেন অধিকারের আদিলুর ও এলান

গুজব ছড়ানোর অভিযোগে আইসিটি আইনে করা মামলায় কারাদণ্ডপ্রাপ্ত অধিকার সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান জামিন কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় মুক্তি পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ।

তিনি জানান, আজ বিকেল পাঁচটার দিকে আদিলুর ও নাসিরের জামিন আদেশ কারাগারে পৌঁছায়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এ মামলা করা হয়েছিল।

গত ১৪ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মামলার রায়ে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানকে ২ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেন। এদিন রায় ঘোষণার পর আদিলুর রহমান খান এবং এ এস এম নাসির উদ্দিনকে কারাগারে পাঠানো হয়।