কানাইঘাটে সাংসদ হাফিজ মজুমদারের মতবিনিময়

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. হাফিজ আহমদ মজুমদার।

রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় প্রথমবারের মতো নিজের গাড়ি নিয়ে সীমান্তবর্তী দুর্গম সুরইঘাট-লোভাছড়া রাস্তা পার হয়ে সতিপুর-দনা-কাড়াবাল্লা পর্যন্ত নির্মাণাধীন মাটির সড়ক পরিদর্শন করেন সাংসদ হাফিজ আহমদ মজুমদার। এ সময় তিনি কাড়াবাল্লা সুরমা বাজারে আওয়ামী লীগের নেতাকর্মী ও জনসাধারণের সাথে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে কথা বলেন।

এরপর সন্ধ্যা ৬টায় হাফিজ আহমদ মজুমদার ১ নম্বর লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের কর্মকর্তা, দলের নেতাকর্মী ও সুধীজনদের নিয়ে মতবিনিময় করেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তমিজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংসদ হাফিজ আহমদ মজুমদার বলেন, করোনাকালসহ বৈশ্বিক সংকটের সময় দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে যাচ্ছে। কানাইঘাট-জকিগঞ্জের রাস্তাঘাটসহ অবকাঠামোগত অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। তারপরও যোগাযোগ বিচ্ছিন্ন একটি এলাকা হচ্ছে সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন। এই এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে অনেক রাস্তাঘাট হয়েছে। সুরইঘাট লোভাছড়া হতে দনা-কাড়াবাল্লা পর্যন্ত মাটির সড়কের কাজের মধ্য দিয়ে যোগাযোগ ক্ষেত্রের বৈপ্লবিক পরিবর্তন হবে। এ সড়কের আরসিসি পাকাকরণের কাজও শুরু হবে।

তিনি আরও বলেন, শিগগির সীমান্তবর্তী এলাকাবাসীর প্রাণের দাবি লোভাছড়া ব্রিজের কাজ শুরু হবে। দেশের এ উন্নয়নের মূল স্তম্ভ হচ্ছে জনসাধারণ। কারণ মানুষের সক্ষমতা বাড়ার কারণে সবদিক থেকে দেশ আজ এগিয়ে যাচ্ছে।

এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ চৌধুরী, কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট থানার নবাগত ওসি গোলাম দস্তগীর আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শমসের আলম, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম চৌধুরী, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির প্যানেল চেয়ারম্যান মজির উদ্দিন, ছাত্রনেতা জয়নুল আবেদীন জয়, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মীম সালমানসহ লক্ষীপ্রসাদ ইউপি আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।