অটোরিক্সার নিয়ন্ত্রণ হারালেন বাবা, দুর্ঘটনায় প্রাণ গেলো শিশুর

সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের কানাইঘাট জুলাই ব্রিজে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পিছনে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিক্সায় থাকা ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় একই পরিবারের আরো দুই শিশুসহ ৬ জন আহত হয়েছেন।

আজ বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ইভা আক্তার (০৩) জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের সিএনজি চালক আবুল কালামের মেয়ে।

আহতরা হলেন, শিশুর পিতা আবুল কালাম (৩৫), তার স্ত্রী সিপা আক্তার (২৬), তাদের ৪ মাসের ছেলে আহনাফ, আবুল কালামের মা খাজুর বিবি (৮০), বোন সফাতুন নেছা (৪৫) ও ভাগ্নি তান্নি আক্তার (১৩)।

আহতদের মধ্যে খাজুর বিবি ও সফাতুন নেছার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। আহত সবাইকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের স্বজনেরা জানান, রাত ৮টার দিকে আবুল কালাম তার নিজ বাড়ি থেকে নিজে অটোরিক্সা চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহর যাচ্ছিলেন। পথে সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট বাংলাবাজারের পূর্বে জুলাই ব্রীজে সংলগ্ন স্থানে পৌঁছালে হঠাৎ করে বিপরীত দিকে থেকে একটি মাইক্রোবাস সামনে চলে আসে। তখন অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাক্টরের পিছনে ধাক্কা লাগলে ঘটনাস্থলে শিশু নিহত ও বাকিরা আহত হন।

কানাইঘাট থানার সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ শর্ম্মা জানান, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করেছি। কিভাবে ঘটনা ঘটেছে তার তথ্য নিচ্ছি। নিহতের পরিবারের অন্যান্যরা গুরুতর আহত হয়ে সিলেট হাসপাতালে রয়েছেন। স্বজনরা এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি।’