সিলেটের কানাইঘাট উপজেলার ৩৫টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
দুর্গাপূজার শেষ দিনে বুধবার (০৫ অক্টোবর) বিকেল ৪টার মধ্যে পুলিশ ও আনসার সদস্য এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের সুরমা নদীর ঘাটসহ অন্যান্য এলাকায় ৩৫টি মণ্ডপের প্রতীমা বিসর্জন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, ওসি (তদন্ত) দিলিপকান্ত নাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভজন লাল দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি দুর্গা কুমার দাস, সিনিয়র সহ-সভাপতি মাস্টার সলিল চন্দ্র দাস, শ্যামল চন্দ্র দাস সহ আরো অনেকে।
কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম জানান, প্রতিটি পূজামণ্ডপে পুলিশের চার স্থরের নিরাপত্তাসহ নজরদারী থাকার কারণে এবং সকলের সহযোগিতা ও ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে কানাইঘাটের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হওয়ায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সকল সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন- কানাইঘাটে সবসময় তারা সম্প্রীতির মাধ্যমে তাদের ধর্মীয় অনুষ্ঠানমালা পালন করে আসছেন। এবারে সেভাবে শান্তিপূর্ণভাবে শরদীয় দুর্গাপূজা উদযাপন করেছেন তারা।