সিলেট জেলা পরিষদের আয়োজনে ইনোভেটর বইপড়া উৎসব বাস্তবায়নের লক্ষে কানাইঘাটে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরীন।
সভায় উপজেলার ২টি কলেজ, ২টি মাদ্রাসা ও ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ লেখালেখির সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এ সময় মস্তাক আহমদ পলাশ বলেন, সিলেট জেলা পরিষদ প্রথমবারের মতো শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করার জন্য উপজেলা পর্যায়ে বই পড়া উৎসবের আয়োজন করেছে। প্রতিটি উপজেলায় বই পড়া উৎসবে ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন এবং মেধার বৃত্তিতে উপজেলা ও জেলা পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের জেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে। এ লক্ষে ইতিমধ্যে উপজেলা পর্যায়ে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিন বলেন, সিলেট জেলা পরিষদের বইপড়া উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক অংশগ্রহণের মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও বইপড়ায় উৎসাহিত হবেন।
আরও পড়ুন : সিলেটে বইপড়া উৎসবের রেজিস্ট্রেশন শুরু
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, শিক্ষকদের মধ্যে কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক সিরাজুল হক, প্রভাষক ফয়সল আহমদ পারভেজ, কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, জুলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাব্বির আহমদ, পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া, কলামিস্ট মিলন কান্তি দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।