কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে এবং ভেজাল বিরোধী অভিযানের পাশাপাশি সরকারি খাস জমি উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে টাস্কফোর্সের অভিযান জোরদার করা হয়েছে।
ধারাবাহিকভাবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমদ প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করে নানা ধরনের অভিযান পরিচালনা করে আসছেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত কয়েকটি ডায়গনস্টিক সেন্টার, ক্লিনিক, ফার্মেসী ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় মডার্ণ ডায়গনস্টিক সেন্টার ও আজাদ ডায়গনস্টিক সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মান-সম্পন্ন প্যাথলোজি পরীক্ষার যন্ত্রাংশ না থাকার কারণে এ দু’টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা দায়েরের মাধ্যমে মেডিকেল প্যাট্রিকস্ এন্ড ক্লিনিক বিধান আইনের ১৯৮২ এর ৩ (১) ধারায় ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট বাজারের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৮ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট ভূমি কর্মকর্তা ফয়সাল আহমেদ ১ হাজার টাকা নগদ জরিমানা আদায় করেন।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রিয়াজ মাহমুদ তমাল, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ ও কানাইঘাট থানা পুলিশ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভূমি কর্মকর্তা ফয়সাল আহমেদ।