কানাইঘাটে ৪২ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৪২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ সহ মাদক ব্যবসায়ী মখলিছুর রহমান (৩৪) কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ কানাইঘাট-সুরইঘাট সড়কের বিষ্ণুপুর এলাকা থেকে তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী মখলিছুর রহমান উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কালিনগর গ্রামের আলা উদ্দিনের পুত্র।

আরও পড়ুন : কানাইঘাটে স্কুলছাত্রী দুই বোনকে উত্যক্ত, থানায় অভিযোগ

থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, প্রতিদিন কানাইঘাট থানা পুলিশ মাদক বিরোধী অভিযান জোরদার করেছে। সম্প্রতি দু’টি মাদকের চালান আটক সহ দুই মাদক ব্যবসায়ীকে কগ্রেপ্তার করা হয়েছে। আজ গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার এস.আই সোহেল মাহমুদ বিষ্ণুপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ৪২ বোতল মদ সহ মাদক ব্যবসায়ী মখলিছুর রহমানকে আটক করা হয়। মাদক আটকের ঘটনায় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

মাদক বিরোধী সহ অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড ও চোরাচালান প্রতিরোধে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।