সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়।
থানার মিডিয়া অফিসার এসআই দেবাশীষ শর্ম্মা এক প্রেস নোটে জানান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদের নির্দেশনায় বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতভর পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়।
কানাইঘাট থানার এসআই শফিউল ইসলামের নের্তৃত্বে একদল পুলিশ রাধানগর গ্রামের আব্দুর রহিমের পুত্র সাজাপ্রাপ্ত আসামী ইব্রাহিম আলী ও পরোয়ানাভুক্ত আসামী বিষ্ণুপুর গ্রামের রফিকুল হকের পুত্র রাসেল আহমদ, বাউরভাগ দ্বিতীয় খন্ড গ্রামের মৃত মকরম আলীর পুত্র জহিরুল হক, কাপ্তানপুর গ্রামের মৃত নুরুল হকের পুত্র মিনহাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।
পৃথক আরেকটি অভিযানে এসআই পিযুষ চন্দ্র সিংহের নের্তৃত্বে পৌরসভার ডালাইচর এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি গাড়ি হতে ভারতীয় চোরাচালানের ২০০ কেজি চিনিসহ নিজ চাউরা বড়কান্দি গ্রামের সাহাব উদ্দিনের পুত্র রুবেল আহমদ ও বাউরভাগ দ্বিতীয়খন্ড গ্রামের মৃত হারুন রশিদের পুত্র আব্দুল্লাহকে গ্রেফতার করে। অপর অভিযানে নিজগাছবাড়ি গ্রামের মৃত উমর আলীর পুত্র গিয়াছ উদ্দিন ও গাছবাড়ি নয়াগ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র আব্দুন নুরকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ জানিয়েছেন সিলেট জেলার অপরাধ দমন, আটক আসামীদের শশুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।