সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির নেত্রী নুপুর শর্মা নবী মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে তার বক্তব্যকে সমর্থন জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে ফেইসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টায় অমিত সিং নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার(১২জুন) রাতে কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানের রামচন্দ্র সিং এর ছেলে অমিত সিং সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুকে) নুপুর শর্মার বক্তব্যকে সমর্থন জানিয়ে উস্কানিমূলক পোস্ট দেয়। পোস্টটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়লে, এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতিবাদ মুখর হয়ে অমিত সিং বাসা ঘেরাও করে।
খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ও মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী উপস্থিত উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং তাৎক্ষণিক অমিত সিংকে পুলিশ আটক করে।
এছাড়াও একই এলাকার সঞ্জয় সিং নামে আরেক যুবক ফেসবুকে নুপুর শর্মাকে সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়। অমিত সিংকে আটকের খবর ছড়িয়ে পড়লে সঞ্জয় সিং পালিয়ে যায়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান সত্যতা নিশ্চিত করে জানান আটক অমিত সিংয়ের বিরুদ্ধে তদন্তপুর্বক আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।