কমপ্লিট শাটডাউন: সিলেটে বন্ধ মার্কেট-বিপনী বিতান

আজ দুপুরে নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের ব্লু ওয়াটার তালাবন্ধ।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারাদেশের মত সিলেটেও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি বাস্তবায়ন করেছে আন্দোলনকারীরা। গতকাল জরুরি সেবার যানবাহন ও অফিস ছাড়া সব বন্ধ রাখতে আহ্বান জানান তারা।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকেই সিলেটের বিভিন্ন রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। এদিন কিছু কিছু দোকান খোলা থাকলেও অধিকাংশই বন্ধ দেখা গেছে। একইসাথে নগরের প্রতিটি মার্কেট ও বিপনী বিতানগুলো বন্ধ রাখা হয়েছে।

শাটডাউনে যান চলাচল নিয়ে জানতে চাইলে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, ‘চালকদের গাড়ি না চালাতে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে অনেকেই গাড়ি নিয়ে নামায় সিলেটে গণপরিবহন চলাচল কিছুটা কম। দূরপাল্লার ও আঞ্চলিক সড়কে কিছু যানবাহন চলাচল করছে।’

সিলেট মহানগরী পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শাবিসহ সিলেটের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া মহানগরের গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে পুলিশ অবস্থান করছে। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে।’