ওসমানীনগরে সততা স্টোরের উদ্বোধন ও আলোচনা সভা

শিক্ষার্থীদের মাঝে সততা সৃষ্টির লক্ষ্যে সিলেটের ওসমানীনগরের কুরুয়া বহুমূখি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় ফিতা কেটে স্টোরের উদ্বোধন করেন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানা ও দুর্নীতি দমন কমিশন সিলেটের বিভাগীয় উপ-পরিচালক জাবেদ হাবীব।

সততা স্টোরের উদ্বোধন শেষে বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ওসমানীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ছুরাব আলীর সভাপতিত্বে এবং শিক্ষক ও সাংবাদিক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা রায়হানা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, দুদকের সিলেট বিভাগীয় উপ-পরিচালক জাবেদ হাবীব, দুর্নীতি প্রতিরোধ কমিটি ওসমানীনগর উপজেলার সাধারণ সম্পাদক শহীদ হাসান, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল মতিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জামাদুল ইসলাম, শিক্ষার্থী মুছলেহা খানম প্রমুখ।

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে সততা স্টোর স্থাপন করা হচ্ছে। সততা স্টোর থেকে শিক্ষার্থীরা নিজে নিজেই খাতা, কলম, পেন্সিল ইত্যাদি ক্রয় করে নির্দিষ্ট মূল্য নির্দিষ্ট স্থানে রাখবে।

সিলেট ও সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত ১১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে দুদক। প্রতিটি সততা স্টোরের জন্য শুরুতেই ২০ হাজার টাকা হারে প্রদান করা হয়েছে।