ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে বাঁঁধ কেটে পানি চলাচল স্বাভাবিক করে দিলেন ওসমানীনগর উপজেলা ভূমি কর্মকর্তা।
রবিবার দুপুরে দয়ামীর ইউনিয়নের রোকনপুর ব্রিজের নিচে কে বা কারা বাঁধ দিয়ে হাওরে জলাবদ্ধতার সৃষ্টি করে এবং রাস্তা নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
জানা যায়, উপজেলার দয়ামীর ইউনিয়নের আলিকা খালের উপর রোকনপুর ব্রিজের নিচে কে বা কারা মাছ শিকারের জন্য বাঁধ নির্মাণ করে। এখানে প্রায় তিন বছর ধরে কতিপয় লোক বাঁধ দিয়ে মাছ শিকার করছে বলে জানান স্থানীয়রা।
এই পানি প্রতিবন্ধকতার কারণে সম্প্রতি হাওরের উপর দিয়ে রাস্তা নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হলে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্কমর্তার নির্দেশে উপজেলা ভূমি কর্মকর্তা রবিবার ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পান এবং তিনি বাঁধ কেটে পানি চলাচল স্বাভাবিক করে দেন।
ওসমানীনগর উপজেলা ভূমি কর্মকর্তা রাজীব দাস পুরকায়স্থ এর সত্যতা স্বীকার করে বলেন, ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে আমি ঘটনাস্থলে যাই। সেখানে সেখানে দেখতে পাই কে বা কারা বাঁধ দিয়ে পানি আটকে দিয়েছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পরে বাঁধ কেটে দিলে পানি চলাচল স্বাভাবিক হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।