সিলেটের ওসমানীনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা।
ওসমানীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে স্থানীয় মঙ্গলচন্ডী নিশিকান্ত মডেল উচ্চবিদ্যালয়ে এ দিবসের সূচনা করা হয়।
ওসমানীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক ছুরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. শহীদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্নীতি একটি অভিশাপ। কেউ যদি দুর্নীতি করে আর আমরা বাধা না দেই, তাহলে সেটাও দুর্নীতির পর্যায়ে চলে যায়। তাই দেশকে দুর্নীতিমুক্ত করতে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া। এছাড়া বক্তব্য দেন, তুতিউর রহমান চৌধুরী তোতা, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী আবুল কালাম আজাদ, শিক্ষক কৌশিক কুমার চক্রবর্তী, মাযহারুল ইসলাম, আনোয়ার হোসেন গোলাপ, দেবাশীষ মন্ডল, আলী আহমদ, সুমেশ চন্দ্র সরকার, আব্দুল হালিম ও শহীদুল ইসলাম।