সিলেটের ওসমানীনগরে এক রাতে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১ মার্চ) দিবাগত রাতে তাজপুর বাজারের মশ্রব আলী কমপ্লেক্সের আলীম ইলেকট্রিক ও ঝুমা ভ্যারাটিজ স্টোরে এ চুরি সংঘটিত হয়।
এ ব্যাপারে আলীম ইলেকট্রিক এর ম্যানেজার অপু দেব আজ বৃহস্পতিবার (২ মার্চ) ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার তাজপুর বাজারের মশ্রব আলী কমপ্লেক্সের ব্যবসায়ীরা প্রতিদিনের মতো বুধবার রাত ১০টায় দোকান তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকাল ১০টায় এসে দেখতে পান মার্কেটের মধ্যখানের শাটার এবং আলীম ইলেকট্রিক ও আব্দুল হামিদের ঝুমা ভেরাইটিজ স্টোরের শাটার খোলা। তারা বুঝতে পারেন চোর মার্কেটের পেছনের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করেছিল। মালিক পক্ষ ভেতরে প্রবেশ করে দেখেন ক্যাশ খোলা এবং নগদ ৪ হাজার টাকা নেই। পাশের দোকান ঝুমা ভেরাইটিজ স্টোরের বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২৪ হাজার টাকার সিগারেট ও নগদ ২৪ হাজার টাকা চুরির ব্যাপারটিও তারা বুঝতে পারেন।
খবর পেয়ে তাজপুর বাজারের সেক্রেটারি সোহেল মিয়া ও ওসমানীনগর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসমানীনগর থানার ওসি এস এম মাইনুদ্দিন বলেন, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে আমরা কাজ করে যাচ্ছি।