ওসমানী হাসপাতালে বিনামূল্যে মুক্তিযোদ্ধার হার্টে রিং স্থাপন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মুক্তিযোদ্ধা বিষয়ক চিকিৎসা ফান্ডের অর্থায়নে প্রথমবারের মতো একজন বীর মুক্তিযোদ্ধার হার্টে একটি স্টেনটিং (রিং) বসানো হয়েছে।

হাসপাতালের ‘কার্ডিওলজি’ বিভাগে গত বুধবার দুপুরে ওসমান গণি (৭০) নামের ওই মুক্তিযোদ্ধার হার্টে রিং লাগানো হয়। পেশায় তিনি স্কুল শিক্ষক। তার বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মাদারগাঁও গ্রামে। হাসপাতাল সূত্র জানিয়েছে, এই প্রথম কোনো মুক্তিযোদ্ধার হার্টে ওসমানী হাসপাতালে বিনামূল্যে রিং লাগানো হলো। অতি দামী এ ‘রিং’ ও অপারেশন খরচ মিলিয়ে এ ধরনের রোগীকে প্রায় -৪-৫ লাখ টাকা খরচ করতে হয়।

হাসপাতাল সূত্র জানায়, বর্তমান সরকারের প্রথমদিকে প্রধানমন্ত্রীর অনুমোদনে মুক্তিযোদ্ধাদের চিকিৎসা খরচ সর্বোচ্চ ৭৫ হাজার টাকা হাসপাতালের মুক্তিযোদ্ধা ফান্ড থেকে ব্যয় করা যেতো। বর্তমানে তা বেড়ে ৩ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে।

হাসপাতালের মুক্তিযোদ্ধা বিষয়ক চিকিৎসা ফান্ড থেকে মুক্তিযোদ্ধা ওসমান গণির জন্য হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. মাহবুবুর রহমান ভূঁইয়া ১ লাখ টাকা রিংয়ের জন্য প্রদান করেন।

জানা গেছে, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০১৮ হতে ২০২১ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ২০ লাখ টাকার ফান্ড ছিল। এ সময়ে মোট ২০ জনকে এ সেবা দেয়া হয়। হাসপাতালের বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. মাহবুবুর রহমান ভূঁইয়া ২০২২ সালে এ পদে যোগ দেন। তার যোগদানের পর থেকে এখন পর্যন্ত এ ফান্ডের সুবিধাভোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮০ জনে। এ ফান্ড থেকে এখন পর্যন্ত খরচ হয়েছে ১৫ লাখ টাকা। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ২০০৬ সাল থেকে রিং বসানোর কাজ শুরু হয়।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে রিং বসানোর সময় সহকারী অধ্যাপক ডা. মো. আজিজুর রহমান রোমান, ডা. প্রশান্ত ও ক্যাথল্যাব সংশ্লিষ্ট চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।