ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের নিয়ে ‘যাত্রীক ট্রাভেলস’র প্রশিক্ষণ

সিলেটের সু-প্রাচীন ট্রাভেলস এজেন্ট যাত্রীক ট্রাভেলস এর উদ্যোগে ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের নিয়ে ‘পবিত্র উমরা পালনের নিয়ম-কানুন ও পদ্ধতি’ নিয়ে ফ্রি কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর জেলরোডস্থ আনন্দ টাওয়ারে এ ফ্রি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন যাত্রীক ট্রাভেলস-এর স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবী আব্দুল জব্বার জলিল। তিনি তার বক্তব্যে হজ্ব ও ওমরাহ এর ব্যাপারে যাত্রীক ট্রাভেলস এর দীর্ঘ তিন যুগের সেবা ও অভিজ্ঞতা তুলে ধরেন। একই সাথে তিনি ভবিষ্যতে এই সেবার মানকে আরো উন্নত করার ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় উমরাহ হজ্বের গুরুত্ব, ফযিলত, ক্বাবা শরীফ ও মসজিদে নববী-এর মর্যাদা নিয়ে আলোচনা পেশ করেন মরহুম গাছবাড়ী হুজুরের সুযোগ্য সন্তান জামিয়া কাসিমুল উলুম দরগাহে হজরত শাহজালাল (র.) মাদরাসার শিক্ষক মাওলানা এনামুল হক জুনেদ।

উমরাহ পালনের নিয়ম-কানুন, পদ্ধতি ও ধারাবাহিকতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন মোগলাবাজার মসজিদের ইমাম ও জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা ফখরুল ইসলাম। পরবর্তীতে ওমরাহ যাত্রীদের বিভিন্ন প্রশ্ন ও জিজ্ঞাসার জবাব দেন উপরোক্ত বিজ্ঞ দুই আলেম। সবার অংশগ্রহনে দোয়ার মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্তি হয়।