করোনা মহামারিতে ফ্রন্টলাইনে মানুষের সেবায় মানবিক বীর হিসেবে “এস এম সোলায়মান মানবহিতৈষী সন্মাননা ২০২০” গ্রহণ করেন, সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগীয় সমন্বয়কারী, নাট্যমঞ্চ সিলেট এর সভাপতি নাট্য ও সাংস্কৃতিক সংগঠক রজত কান্তি গুপ্ত।
ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেন দেশের সনামধন্য নাট্যজন তারিক আনাম খান।
এসময়ে উপস্থিত ছিলেন- অধ্যাপক শফি আহমেদ, ড. খন্দকার তাজমি নূর, অনুষ্ঠানের আহ্বায়ক চন্দন রেজা, প্রণোদনা প্রাপ্ত ও মানবহিতৈষী সম্মাননা প্রাপ্ত গুণীজন।
থিয়েটার আর্ট ইউনিট আয়োজিত এস এম সোলায়মান প্রণোদনা গ্রহণ করেন সায়িক সিদ্দিকী ও মহসিনা আক্তার।
এস এম সোলায়মান মানবহিতৈষী সম্মাননা আরো যারা পেয়েছেন তারা হলেন, আলোক মাহমুদ, সানোয়ার আলম খান দুলু, কামার উল্লা সরকার, সাহিন আহম্মেদ।
রজত কান্তি গুপ্ত সন্মাননা অনুষ্ঠানে বক্তব্যে মানবহিতৈষী সম্মাননা ‘কলের গাড়ির’ সকল নিবেদিতপ্রাণ মানবিক নাট্য ও সংস্কৃতিকর্মীদের উৎসর্গ করেন।