এশিয়া কাপ আয়োজনের ব্যাপারে জানে না বিসিবি

রাজনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় বেহাল অবস্থা চলছে। এরইমধ্যে আসন্ন এশিয়া কাপ টুর্নামেন্ট হুমকিতে রয়েছে। দেশটির বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপ বাংলাদেশকে আয়োজনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বলে জানায় ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। তবে এ ব্যাপারে কোনো বার্তা পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এমন গুঞ্জন অস্বীকার করে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, এমন কোনো বার্তা তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে পাননি।

এর আগে শ্রীলঙ্কায় সফলভাবে অস্ট্রেলিয়া তাদের সফর শেষ করেছে। পাকিস্তান দলও সেখানে পৌঁছেছে পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য। ভারতীয় নারী দলও সফর করছে সেখানে।

দেশটিতে রাজনৈতিক অবস্থার অবনতি হলেও সেখানকার ক্রিকেটে কোনো সমস্যা হয়নি। তবে পরিস্থিতি আরও খারাপ হলে হয়তো বিকল্প পথ বের করা হবে।

বাংলাদেশ ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনবার এশিয়া কাপ আয়োজন করেছিল। আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা এবারের এশিয়া কাপ।