এলিজা বেগম স্বপ্নার কাব্যগ্রন্থ ‘উচ্ছ্বাস’ প্রকাশিত

কবি এলিজা বেগম স্বপ্নার প্রথম কবিতার বই ‘উচ্ছ্বাস’ প্রকাশ হয়েছে। সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ বই মেলায় বইটি পাওয়া যাচ্ছে।

‘উচ্ছ্বাস’ প্রকাশ করেছে সিলেটের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান ‘বুনন’। মোট ১২৮ পৃষ্ঠার অফহোয়াইট কাগজে মুদ্রিত বইটিতে স্থান পেয়েছে ১১৭টি কবিতা।

২০২৪ সালের বাংলা একাডেমি বইমেলাকে সামনে রেখে প্রকাশিত ‘উচ্ছ্বাস’র মোড়ক আনুষ্ঠানিকভাবে কয়েকদিনের মধ্যেই উন্মোচন করা হবে বলে জানিয়েছেন কবি এলিজা বেগম স্বপ্না ও ‘বুনন’ স্বত্বাধিকারী কবি খালেদ উদ্দিন।

উল্লেখ্য, এলিজা বেগম স্বপ্নার জন্ম গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকোনা পাখিওয়ালা বাড়িতে। বর্তমানে তিনি সিলেট মহানগরীতে বাস করলেও গোলাপগঞ্জের হাজিপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত। তিনি ছাত্রজীবন থেকে লেখালেখির সাথে জড়িত।