আবেদন শুরু ১০ আগস্ট, ক্লাস ১ অক্টোবর

একাদশে ভর্তি : আসন বাড়লেও মানসম্মত কলেজে ভর্তি নিয়ে শঙ্কা

লতি বছর একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে আগামী ১০ আগস্ট। প্রথম দফায় ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। গতবছরের ন্যায় এবারও অনলাইনে আবেদন করতে হচ্ছে। মেধা তালিকাও অনলাইনে প্রকাশ করা হবে।

এবার সারা দেশে প্রায় সাড়ে ১১ হাজার ভর্তিযোগ্য প্রতিষ্ঠানে আসন আছে ৩৩ লাখের বেশি। ফলে সব শিক্ষার্থী ভর্তি হওয়ার পরও প্রায় ১৬ লাখ আসন ফাঁকা থাকবে। তবে পাস করা শিক্ষার্থীর চেয়ে ৮ লাখ আসন বেশি থাকলেও মানসম্মত কলেজে আসন সংকট রয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৮৪ হাজারের বেশি।

এখন শিক্ষার্থীদের চিন্তা একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবারের মতো এবারও জিপিএ-৫ সহ ভালো ও মধ্যম মানের ফল করা শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা কিছু প্রতিষ্ঠানে তুমুল ভর্তিযুদ্ধ নামবে।

শিক্ষা গবেষকরা বলছেন, আসন সংকট না থাকলেও মানসম্মত কলেজে আসন কম। সেই সঙ্গে এসএসসির পর শিক্ষার্থীদের একটি বড় অংশকে কারিগরি শিক্ষার দিকে নিয়ে আসা উচিত।

এদিকে প্রতি বছরের মতো এবারও একাদশ শ্রেণিতে ভর্তির জন্য একটি সমন্বিত নীতিমালার খসড়া তৈরি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ৩১ জুলাই সোমবার শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে এ নীতিমালা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। নীতিমালায় বড় কোনো পরিবর্তন না এলেও কলেজে ফি-তে কিছু পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেট ভয়েস/এএইচএম