বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ বিপ্লবের ১০৬তম বার্ষিকী উপলক্ষে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আগামী ১৯নভেম্বর রবিবার বিকাল তিনটায় লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিকে লাল পতাকা মিছিল ও সমাবেশ সফলের লক্ষ্যে অদ্য ১৫ নভেম্বর বুধবার দুপুর ২টায় টুকেরবাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগ নেতৃত্ব দেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, স্থানীয় সংগঠক আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, আব্দূল্লাহ পারভেজ, সুমন আহমেদ, আনোয়ার হোসেন কুটি, ফায়েজ আহমদ প্রমুখ।
গণসংযোগকালে নেতৃবৃন্দ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন নয় বরং নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দাবিতে জনগণকে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালুর দাবি করেন।
নেতৃবৃন্দ বলেন, ‘অর্থনৈতিক দুর্দশা এবং রাজনৈতিক সংকট নিরসনে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই।’
সকল রাজনৈতিক মহলের মত উপেক্ষা করে একতরফা নির্বাচনী তফসিল ঘোষণা থেকে বিরত থাকার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা দেশবাসী মানবে না।
নেতৃবৃন্দ আগামী ১৯নভেম্বর লাল পতাকা মিছিল ও সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।