এক হাজার টাকার নোট বাতিলের খবরটি গুজব: অর্থ উপদেষ্টা

এক হাজার টাকার নোট বাতিল হচ্ছে- এ খবর রটানো হলেও এটি গুজব বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আরও জানান, এ ধরনের সিন্ধান্ত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি।

মঙ্গলবার (২০ আগস্ট) চীন এবং কানাডার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, চীনের ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠকের আগে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, আমরা চলমান প্রকল্পে সহায়তা অব্যাহত রাখব।

সচিবালয়ে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার কার্যালয়ে ওই বৈঠক শেষে উপদেষ্টা ড. সালেহউদ্দিন আরও বলেন, ১৮ লাখ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে কাজ শুরু করছি। এটি চ্যালেঞ্জ বটে। এখন থেকে ঋণের অর্থের ব্যবহারের গুণগত মান নিশ্চিত করা হবে।