সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিগত সাড়ে ১৫ বছরে বিয়ানীবাজারের কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। এখন দুর্নীতির ফিরিস্তি ধীরে ধীরে বের হচ্ছে। সংসদ সদস্য পদবীটি লুটপাটের হাতিয়ার হিসেবে ব্যবহার করে নামে বেনামে, দেশের টাকা বিদেশে পাচার করেছেন।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, টানা ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পর ছাত্রজনতার চূড়ান্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। ছাত্রজনতার তুমুল প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এখন সেখানে থেকে দেশেকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করছে। জুলাই বিপ্লবে এই বিয়ানীবাজারের ৪ জন নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। শহীদের বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদদের রক্তের শপথ নিয়ে দেশকে ফ্যাসিবাদের দোসরমুক্ত করার শপথ নিতে হবে।
কাতার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক এনাম উদ্দিন দিলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মামুনুর রশীদ মামুন যুগ্ম সম্পাদক সিলেট জেলা বিএনপি, আবু নাসের পিন্টু স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সিলেট জেলা বিএনপি, সিদ্দিক আহমদ শিশু বিষয়ক সম্পাদক সিলেট জেলা বিএনপি, জয়নাল আহমদ রানু ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সিলেট জেলা বিএনপি, এনাম উদ্দিনসহ স্থানীয়-সরকার বিষয়ক সম্পাদক সিলেট জেলা বিএনপি।
উপস্থিত ছিলেন, সাবেক বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহসভাপতি মাসুক আহমেদ, লাউতা ইউনিয়ন এর ছাত্রদলের সভাপতি যুবের আহমদ, শ্রমিক দলের সভাপতি লাভলু আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, তিল পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী, নুরুল কিবরিয়া সাধারণ সম্পাদক দুবাগ ইউনিয়ন বিএনপি, সাব্বির আহমদ চৌধুরী যুগ্ম আহ্বায়ক বিয়ানীবাজার উপজেলা যুবদল প্রমুখ।